Hot Posts

6/recent/ticker-posts

সীমান্তে পিঠ না দেখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা|Jahangir Alam Chowdhury|BGB

সীমান্তে পিঠ না দেখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টাJahangir Alam ChowdhuryBGB

 সীমান্তে পিঠ না দেখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা|Jahangir Alam Chowdhury|BGB



সীমান্তে পিঠ না দেখাতে  বিজিবির প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন হেলানির মত হত্যা কান্ড দেখতে চাই না। সিমান্তে পিঠ প্রদর্শন করবেন না। নিজেদের প্রতি অর্পিত দায়িত্ব পালন করুন। 



শনিবার ৭ সেপ্টেম্বর সকালে বিজিবর সদর দপ্তর রাজধানীর পিল খানায় সিমান্ত সম্মেলন কেন্দ্র বিজিবির উর্ধতম কর্মকর্তা দের উদ্দেশ্য বক্তৃতা কালে নিতি এসব কথা বলেন। 



স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবির উদ্দেশ্য বলেন বিজিবির মুল দায়িত্ব সিমান্ত সুরক্ষা ও চোরা চালান রোধ করা। বিজিবিকে আইন আনুক কাজ করতে হবে।



লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন দুর্নীতি কে কোনো ভাবেই সজ্জ করা হবে না যারা ঘুষ ও দুর্নীতির সংগে জরিত তাদের কঠোর শাস্তি মুলক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে তাদের চাকরিচ্যুত করা হবে।   



অনুষ্ঠানে বিজিবির মহা পরিচালক মেজর জেনারেল আসরাফুজ্জামান সিদ্দিকী সহ বিজিবির সদর দপ্তরের উর্ধতম কর্মকর্তারা এবং ভিডিও টেলিকন কনফারেন্স এর মাধ্যমে বিজিবির রিজিওন কমান্ডার সেক্টর কমান্ডার বেটালিয়ন কমান্ডা সহ অনান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ এর আগেও ১৩ আগস্ট ততকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ও বর্তমান বস্তু ও পাট মন্ত্রনালয় এবং নৌপরিবহন মন্ত্রনলয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বিজিবির উদ্দেশে একইধরনের কথা বলেছিলেন। 



তিনি বলেছিলেন আগের সরকার বিজিবির মত ফ্রসকে পিট দেখাতে বলেঋে সিমান্তে। সিমান্তে আমাদের লোক মারে বিজিবি পতাকা বৈঠক করতে বাদ্য হয়। আমি বলেছিযে যথেষ্ট হয়েছে আর পিঠ দেখাবেন না।


উল্লেখ ২০১১ সালে ৭ জানুয়ারি ভোরে কুড়িগ্রাম ফুলবাড়ি উপজেলার অন্ততপুর সিমান্তে কাটাতারের বেড়া পার হয়ে ভারত থেকে দেশে ফিরার সময় ১৪ বছর কিশোরী পাখির মত গু*লি করে হ*ত্যা করেছিলো বিএসএফ সদস্য অমিয়ঘোষ তার লা*শ কাটা তারের বেড়ায় ছিলো ৫ ঘন্টা। ঘটনার ৩০ ঘন্টা পর বিএসএফ লা*শ ফেরত দিলে নাগেশ্বরী উপজেলার কনুনিটানির বাড়িতে দাফন করা হছেছিলো কিশোরী ফেলানিকে। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ