গোপন নজরদারির কাজে যে ধরনের প্রোগ্রাম ব্যবহার হয়ব্যবহার হয় তাকে বলা হয় স্পাইওয়্যার বর্তমানে প্রচলিত হ্যাকিং সফটওয়্যার এর মাঝে সবচেয়ে অত্যাধুনিক আবিষ্কার হচ্ছে প্যাগাসাস। প্যাগাসাস প্রধান টার্গেট হন মূলত সরকারের বিপক্ষ দলের নেতাকর্মী সাংবাদিক শিল্পপতি আইনজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নজরদারির ক্ষেত্রে বাংলাদেশের ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার ব্যবহার করে থাকে। ভেহিকেল মাউন্টেড ডাটা এন্টারসেপ্টর মোবাইল এন্টারসেপ্টর প্যাগাসাস সফটওয়্যারের মত যন্ত্র ও প্রযুক্তি। সম্প্রতি গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ সরকার এসবের পিছনে বেয় করেছে কোটি কোটি টাকা।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দা গার্ডিয়ানের প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনের পর বিশ্বজুড়ে আলোচনায় আসে পেগাসাসের নাম।
ISO কিংবা Android ইজরায়েলের NSP গ্রুপের তৈরি এই গুপ্তচর softwarer মাধ্যমে হ্যাক করা যায় যে কোনো ধরনের smart Phone. ব্যবহার কারি জানতেও পারেন না হারিয়েছেন ফোনের নিয়ন্ত্রণ। এক সময় ফিসিং লিংকে ক্লিক করলে হ্যাক হতো ফোন। প্যাগাসাসের ক্ষেত্রে এ সবের কিছুই লাগে না। নিরিহ কোনো মেসেজ বা WhatsApp call থেকেও 0 ক্লিক পদ্ধতিতে ইন্সটল হয়ে যায় এই আরি পাতার যন্ত্র। প্যাগাসাসের দুরদর্শ ফিচার হচ্ছে এটি যেকোনো সময় যেমন স্বয়ংক্রিয়ভাবে ফোনে জায়গা করে নিতে, তেমনি চুপিসারে মুছে দিতে পারে নিজের অস্তিত্ব।
দুর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব software টি একবার ইন্সটল হলে ভয়েজ কল মেসেজ ছাড়াও টাইপ করা পাসওয়ার্ড কন্টাক্ট লিস্ট ক্যালেন্ডার ইন্টারনেটের ব্রাউজিং হিস্টরি ফোরের মাইক্রোফোন দখলে নিতে পারে। ইচ্ছেমতো চালু করতে পারে ফোনের ক্যামেরা জিপিএস ডাটা ইমেইল লাইফ মনিটরিং তখন গুপ্তচরের হাতের মুঠোয় অনেক ক্ষেত্রে স্পাই ওয়ালটি নিয়ে নেয় smart phone এর রুট পিবিলেস ও জেলবেরেকের মত সম্পুর্ন নিয়ন্ত্রণে ফোনের মালিকের চাইতেও ক্ষমতাবান হয়ে জোরে বসা গোপোন এই software. প্যাগাসাসের আক্রমণ থেকে বাঁচার কার্যকর কোন উপায় এখনও আবিষ্কার হয়নি.
যত নিরাপদ ফোনে হোক এর কাছে হার মানতে বাধ্য স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের অজানা দুর্বলতা ও বের করে ফেলতে পারে। প্রযুক্তিবিদরা বলছেন গুপ্তচর সফটওয়্যার এই ধরনের আক্রমণ রূপে সত্যিকার অর্থে সাধারণ ব্যবহারকারীদের কিছুই করার নেই।
২০২১ সালে আল-জাজিরার একটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয় ইজরাইল থেকে ইন্টারনেট মোবাইল ফোনে নজরদারী করার প্রযুক্তি আমদানি করেছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ভারত পাকিস্তান সৌদি আরব সিঙ্গাপুর ফ্রান্স যুক্তরাষ্ট্র মেক্সিকো রুয়ান্ডা সহ মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বিভিন্ন দেশের সরকার বিরোধীদের ওপর নজর রাখতে ব্যবহার করে আসছে এই সফটওয়্যার। রাশিয়া গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গুলোইমুলত প্যাগাসাসের ক্রতা বর্তমান তথ্যযুদ্ধের দুনিয়ায় ভয়াবহ ক্ষমতাধর হয়ে উঠছে পেগাসাসের মত স্পাইওয়ার।
0 মন্তব্যসমূহ