Hot Posts

6/recent/ticker-posts

সমর্থন চাইলেন কানাডা-মালেশিয়ার কাছ| সহায়তার আশ্বাস ফ্রান্সের। Dr Younus|Time TV

 অর্থনৈতিক বিপর্যজয় থেকে ঘুড়ে দাড়াতে কানাডাকে বিনিয়োগের আহবান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস।কানাডার হাইকমিশনারের সাথে সৌজন্যে সাক্ষাৎ এ তিনি বলেছেন দেশের অর্থনৈনিক প্রসবিত্রী বাড়াতে কানাডার সরকারের সমর্থন প্রয়োজন।

সমর্থন চাইলেন কানাডা-মালেশিয়ার কাছ| সহায়তার আশ্বাস ফ্রান্সের। Dr Younus|Time TV


এ দিকে বাংলাদেশেকে দক্ষিণ পূর্ব এশিয়া জাতিগোষ্ঠী আসিয়ানের সদস্য হতে মালেশিয়া সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা। অন্য দিকে ডক্টর ইউনুসের সাথে দেখা করে বাংলাদেশ পূর্ণ গঠনের প্রচেষ্টায় অন্তবর্তি সরকার কে সহায়তা করার আসসাস দিয়েছেন ফরাসি রাষ্ট্র দুত। 


দায়িত্ব দেওয়া পর থেকে দেশ পূর্ণ গঠনে কাজ করছে অন্তবর্তি সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। 



বুধবার কয়েকটি দেশের হাই কমিশনার রাষ্ট্র দুত ও জাতিসংঘ প্রতিনিধি সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সাথে। কানাডার রাষ্ট্র দুত লিলি ডিকলাক্স সাক্ষাৎ এর সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশের অর্থনৈতিক পূর্ণ গঠনে বিনিয়োগের আহ্বান জানান। রাষ্ট্রিও অথীতি ভবন যমুনায় ডক্টর ইউনুসের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন মালোশিয়ার হাইকমিশনার হাজনা মোহাম্মদ হাসিম বাংলাদেশ কে আসিয়ান সদস্য হতে মালোশিয়ার সমর্থন চান প্রধান উপদেষ্টা। কুয়ালালামপুরে আসিয়ারে পরবর্তী চেয়ার হতে যাচ্ছে এবং  নিতি সদস্য পদ বিষয়ে তার সরকারের কাছে বার্তা পাঠাবে বলে জানান হাইকমিশনার।



এর পর প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন ফ্রান্স এর রাষ্ট্র দুত মেরি মাসুদ পায়ই তিনি জানান বাংলাদেশের অর্থবর্তি সরকারের সাথে কাজ করবে ফ্রান্স।  ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মেক্রো প্রধান উপদেষ্টা কে সুবিধা জনক সময়ে ফ্রান্স সফরে আহ্বান জানিয়েছেন।  পরে ডক্টর ইউনুসের সাথে UNDP এর প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। এসময়ে অন্তবর্তি সরকারের বিভিন্ন কার্জক্রোম ও চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ